শনিবার, ০৩ মে ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক পহেলা বৈশাখ – বাণিজ্য প্রতিমন্ত্রী।

আব্দুল্লা খিজির স্টাফ রিপোর্টারঃ / ১৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ
বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক বাহক এই পহেলা বৈশাখ। পহেলা বৈশাখকে কেন্দ্র করেই বাঙালির চেতনা, সংস্কৃতি এবং আবহমান কাল ধরেই বাঙালির অর্থনীতিও পহেলা বৈশাখকে কেন্দ্র করে। রবিবার সকালে নববর্ষ ১৪৩১ পহেলা বৈশাখ উপলক্ষে নাগরপুর উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি। এছাড়া প্রতিমন্ত্রী সবাইকে  নববর্ষের শুভেচ্ছা জানান। এর আগে বাণিজ্য প্রতিমন্ত্রী মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে আরম্ভ হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মো: গোলাম মাসুম প্রধান, সহকারি কমিশনার (ভূমি) মো: আব্দুল মালেক,নাগরপুর থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন,নাগরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনিসুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর