শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা।

মইনুল হক মৃধা,রাজবাড়ী প্রতিনিধিঃ / ৯৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলা নববর্ষ- ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি  বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের জামতলা পর্যন্ত প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজান হোসেন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
শোভাযাত্রা শেষে উপজেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালুর তত্বাবধানে উপজেলা অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্প কলা একাডেমির শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরা সেখানে গান পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর