শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

রামপাল রক্তদান ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ / ১৫৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রামপাল রক্তদান ক্লাব’র পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার রামপাল সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে সুবিধাভোগীর বাড়িতে এ ঈদ সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। এসময় তারা শতাধিক মানুষের বাড়িতে এ সামগ্রী পৌঁছে দেন।
সংগঠনের এক সদস্য জানান, প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে আমাদের এ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। আমাদের প্রতিটি উপহারের প্যাকেটে থাকছে চাউল, চিনি, সেমাই,  তেল ও ডাল।
সংগঠনের আরেক সদস্য জানান, প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সংগঠনের পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর রমজানে ইফতার সামগ্রী, ঈদুল ফিতরে  খাদ্য সামগ্রী, শীত মৌসুমে শীত বস্ত্র, অসহায় অসুস্থ মানুষের মাঝে চিকিৎসা সহায়তা, রক্তদানসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে থাকে। আমাদের একটাই লক্ষ্য অসহায় মানুষের সেবা করা সুখ দুঃখে তাদের পাশে দাঁড়ানো। আমরা যতদিন আছি মানুষের জন্য সেবামূলক কাজ করে যাবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর