বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
আমারা চাইলেই বড় স্টেজ করে বক্স নিয়ে বাঘা উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২টি পৌরসভার দুস্থ ব্যাক্তিদের হাতে এই “ঈদ ফুড প্যাক” বিতরণ করতে পারতাম। করিনি, কারণ আমরা ধুমধাম চাই না, প্রচার চাই না, প্রসার চাই।
সেই স্টেজ, বড় বক্স ভাড়ার টাকা দিয়ে ঈদ ফুড প্যাক বিতরণের মাধ্যমে কিছু মানুষের মুখে হাঁসি ফুটাতে পারছি। এইটা যে মনে কত আনন্দ কাজ করে তা বলে বুঝাতে পারবো না। এমনটাই ভাবনার কথা জানান ”আমাদের বাঘা” ফেসবুক গ্রুপের এডমিনরা।
বিগত ১১ বছর ধরে ’’আমাদের বাঘা’’ ফেসবুক গ্রুপের মাধ্যমে বাঘা উপজেলায় বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম করে আসচ্ছে। তবে এই ব্যতিক্রম উদ্যোগ ‘’ঈদ ফুড প্যাক বিতরণ’’ গত ৪ বছর ধরে করছে।
বিগত বছর গুলোর ন্যায় এই বছরেও রাজশাহীর বাঘা উপজেলার সবচেয়ে বড় অনলাইন কমিউনিটি “আমাদের বাঘা” ফেসবুক গ্রুপ কর্তৃক গৃহীত ঈদ ফুড প্যাক বিতরণ কর্মসূচি সফলভাবে শেষ হয়েছে।
গ্রুপের সম্মানিত উপদেষ্টামন্ডলী ও গ্রুপের সম্মানিত সকল শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় এবং গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে বাঘা উপজেলার ৭ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভার প্রায় ২৮০ টি পরিবারের হাতে পৌঁছে দিয়েছে এই ঈদ ফুড প্যাক ।
“উৎসবে-দুর্যোগে, নিঃশ্বাসে-বিশ্বাসে আমাদের বাঘা আপনার পাশে” এই স্লোগানকে ধারণ করে এই ঈদে ঈদ ফুড প্যাক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব উচ্চ বিদ্যালয়ে।
সেখানে কিছু সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ ফুড প্যাক তুলে দেওয়ার পর ইউনিয়ন প্রতিনিধিরা নিজ নিজ ইউনিয়নের বাছাইকৃত অসহায় মানুষদের হাতে হাতে পৌঁছে দিবে বলে প্রতিটি উইনিয়নে ভ্যান যোগে এই ঈদ ফুড প্যাক পাঠানো হয়।
উপস্থিত এডমিনরা বলেন, গ্রুপের সিনিয়র এডমিন সুমন কুমার কর্মকার সিনিয়র সহকারী জজ, চাঁপাইনবাবগঞ্জ , মুঞ্জু হাসপাতালের কর্ণধার মিঠুন কুমার, এস আর সাকিব রহমান এবং তুষার আহমেদ উপদেষ্টা মন্ডলী এবং গ্রুপের পরিচালনা পর্ষদের সাথে সমন্বয়ের মাধ্যমে সার্বিক কর্মসূচির মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন।
Post Views: 132