রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০০ অপরাহ্ন

মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিলেন রইছ উদ্দিন।

ফারুক হোসেন,মাটি রাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ১৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রইছ উদ্দিন।
রবিবার (০৭ এপ্রিল) সন্ধায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি তার প্রার্থীতা ঘোষনা করেন।
এসময় তিনি বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। হাই প্রোফাইল আমার নাই। বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন ও সাধারণ মানুষের কথা চিন্তা করে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছি।  আমি সার্বজনীন জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। কারো হক মেরে খাওয়ার চিন্তা নাই। আমি এই এলাকার সাধারণ মানুষদের মাঝ থেকে যোগ্য নেতৃত্ব তৈরি করে এলাকার উন্নয়ন করতে চাই।
এসময় খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক হারুন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর