মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বহরা ইউনিয়নের পৃথক দুইটি স্থানে অবৈধভাবে ফসলি মাটি ও বালু উত্তোলন এবং সরকারি রাস্তা দখল করে ইট বালু দোকানে মালামাল রাখার অভিযোগে দুই জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৬ এপ্রিল) দুপুরে দিকে উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ফসলি মাটি ও বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী
ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ গ্রামের চোরাব আলীর ছেলে হৃদয় আহমেদ (২১)কে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব অভিযান চালিয়ে উপজেলার মনতলা স্টেশন বাজারে ব্যস্ত সরকারী সড়কের অংশ দখল করে দোকানের মালামাল, ইট,বালু রাখায় এবং জনস্বার্থের ক্ষতি করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ অনুযায়ী বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের আক্তার হোসেন সেলিম নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পৃথক দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক জনকে এক লক্ষ টাকা জরিমানা ও অপর এক জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে মোট দুই জনকে এক লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হুমায়ূন কবিরসহ পুলিশের একটি দল ও আনছার সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,মো: রাহাত বিন কুতুব সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ ফসলি জমির মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Post Views: 120