মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

ডিমলায় জুয়া খেলার অপরাধে আটক-২।

হাবিবুল,ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ / ২৬১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় জুয়া খেলার অপরাধে দুই জন জুয়ারীকে আটকসহ মটরসাইকেল জব্দ করেছে ডিমলা থানা পুলিশ। ০৬ এপ্রিল (শনিবার) দুপুর ১টায় ডিমলা সদর ইউনিয়নের ছোটপুল নামক স্থানে বুড়িতিস্তা নদীর বাঁধে জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা পুলিশের এ,এস,আই আঃ রহিম এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। এসময় সরদারহাট এলাকার নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম হুলু (৪৫) এবং পচারহাট এলাকার মৃত সারদা চৌকিদার এর ছেলে  কালিদাস (৪৫) কে আটক সহ দুটি মটরসাইকেল জব্দ করা হয়। স্থানীয়রা জানান, অত্র ইউনিয়নের পচারহাট ৯নং ওয়ার্ডের চৌকিদার কেশব লাল এর সার্বিক নির্দেশনায় ও প্রত্যক্ষ নেতৃত্বে অত্র এলাকায় নিয়মিত জুয়া খেলা পরিচালিত হয়। স্থানীয়রা আরো জানান, জুয়া খেলার মুল হোতা আনিস, আঙ্গি, বিপুল, কালা ও  সুমনসহ আরো অনেকে। ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায় বলেন, জুয়া খেলার বিরুদ্ধে বিশেষ অভিযানের ধারাবাহিকতায় তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের  বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।  ডিমলা থানার পুলিশ এমন ভুমিকায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর