মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন

গোয়ালন্দের উজানচরে অবৈধ বালু উত্তোলনের যন্ত্রাংশ ধ্বংস করলেন ভ্রাম্যমাণ আদালত।

মইনুল হক মৃধা,রাজবাড়ী প্রতিনিধিঃ / ২৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ফৈইজদ্দিন মাতব্বর পাড়া এলাকার মরা পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ২টি ড্রেজার মেশিন ও ২০টি পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার উজানচরের ফৈইজদ্দিন মাতব্বর পাড়া এলাকায় দীর্ঘদিন যাবত ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল প্রভাবশালী একটি চক্র। উত্তোলিত বালু বিভিন্ন স্থানে বিক্রি করে চক্রটি হাতিয়ে নিচ্ছিল মোটা অঙ্কের টাকা। তবে উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া ক্যানালঘাট, ছোট ভাকলার পিয়ার আলীর মোড়, উজানচরের নলিয়াপাড়া, নতুনব্রিজ এলাকাসহ বিভিন্ন স্থানে সরকারি কাজের দোহাই দিয়ে বালু, মাটি উত্তোলন করে বিক্রি করতো তারা।

এদিকে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে গভীর খনন করে বালু তোলায় নদীর দুপাশে থাকা ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা, গাছপালা ও ফসলি জমি ধ্বংস হওয়ার ঝুঁকিতে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে রবিবার (৩১ মার্চ) বিকালে অবৈধ বালু উত্তোলন বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ২টি স্যালো ইঞ্জিন দিয়ে তৈরি ড্রেজার মেশিন ও ২০টি পাইপ ধ্বংস করে প্রশাসন। তবে আগেই খবর পেয়ে বালু উত্তোলনে জড়িতরা সবাই পালিয়ে যায়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, উপজেলার কোথাও কোন প্রকার অবৈধ ড্রেজার ও ভেকু দিয়ে মাটি কাটতে পারবে না। অবৈধভাবে নদী থেকে বালু-মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, হয় আমি এ উপজেলায় থাকবো না হয় মাটি, বালু খেকোরা থাকবে ও এ কাজে যে বা যারা জড়িতে আছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর