ডেস্ক রিপোর্টঃ
সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ্য প্রহরী নূরুল ইসলামের (৫৮)মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) সন্ধা সাড়ে ৭ টার সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিহতের কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায় এ ঘটনা ছড়িয়ে পড়ায় স্থানীয় লোকজন নিহতের লাশ দেখতে অফিসের সামনে ভীড় করে।
জানা যায়, নিহত নৈশ্য প্রহরী নূরুল ইসলাম সিরাজগঞ্জ পৌরসভার কোলগয়লা মহল্লার বাসিন্দা ও মৃত আজগর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তার ঘরে দুই জন স্ত্রী রয়েছে।অভাব অনাটনের সংসার দীর্ঘদিন বেতন ভাতাও পাচ্ছিলেন না। এ কারনে প্রায়ই তাদের সংসারে অশান্তি লেগে থাকতো।
অফিস সহকারী মোঃ আতিকুল ইসলাম আতিক জানান,বৃহস্পতিবারে একসঙ্গে অফিস করে বাসায় চলে যাই। সে নৈশপ্রহরী হওয়ায় প্রতিদিনের ন্যায় অফিসেই থেকে যায়। আজকে সন্ধ্যার দিকে অফিসে গিয়ে তার রুমের জানালা দিয়ে তাকিয়ে দেখা যায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে বিষয়টি স্যারকে জানানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুনর রশিদ জানান,অফিসের নৈশ্য প্রহরীর আত্মহত্যার বিষয়টি জানার পরই থানা পুলিশকে অবহিত করি। তারা বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিবেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম।তিনি জানান,ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা এখন বলা যাচ্ছে না। তবে মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।