মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুইটি স্থানে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যাক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামে ও চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের জহিরুল ইসলাম এর পুত্র নজরুল ইসলাম ও চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের কামাল উদ্দিন এর পুত্র ফরাস উদ্দিন কে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুব। এসময় মাধবপুর থানার পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন। সহকারী কমিশনার ভূমি মো রাহাত বিন কুতুব সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Post Views: 149