শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

ডিমলায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা।

হাবিবুল,ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ / ১৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪

ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় গণহত্যা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ (সোমবার) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে আলোচনা সভায়  সভাপতিত্ব করেন,সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্মে সালমা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ১৯৭১ সালে ২৫ শে মার্চ ছিলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধরনের নারকীয় গণহত্যা কান্ড যা মনে হলে এখনো গায়ের প্রতিটি লোম শিউরে ওঠে। ওইদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইট এর নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা থানার অফিসার ইনচার্জ ওসি দেবাশীষ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুসহ উপজেলা পরিষদ দপ্তরের সকল প্রধানগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর