স্টাফরিপোর্টার:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বৃহস্পতিবার ২১ মার্চ ২০২৪ বিকেলে আ,লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ( ভারপ্রাপ্ত) আনিছুর রহমান এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
এ সময় প্রধান অতিথি টিটু বলেন আগামীতে দলকে ঢেলে সাজানো হবে। দলের মধ্যে কোন প্রকার গ্রুপিং থাকবে না, প্রতিযোগিতার মাধ্যমে সঠিক নেতৃত্ব বের করে আনতে হবে। সেই সাথে সকলকে ঐক্য বদ্ধ হয়ে থাকার জন্য বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর,সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম অপু, জাহিদুল হাসান জাহিদ, শেখ শামসুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাকির হোসেন তালুকদার, ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল রহমান শাকিল, উপজেলা যুবলীগের আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক সজিব মিয়া প্রমুখ।
এরপূর্বে প্রতিমন্ত্রী স্ব শরীরে নাগরপুর বাজার পরিদর্শন করেন সে-ই সাথে পাইকারি ও খুচরা ব্যাবসায়ীদের সাথে বাজার নিয়ে ন্যায্যমুলে জিনিসপত্র বিক্রির জন্য সুপারিশ করেন।কথা বলতে গিয়ে “”সুফল সম্পর্কে কিছু তথ্যতুলে ধরেন,রমজানের শুরুতে বাজারদর বাড়তি থাকলেও মনিটরিং করে এখন বাজার সরকারের নিয়ন্ত্রণে।
এ সময় প্রতিমন্ত্রী টিটু বলেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজে এই বাজার নিয়ন্ত্রনে রাখতে আমাকে দিকনির্দেশনা দিয়ে থাকেন। এ-সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃগোলাম মাসুম প্রধান, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, নাগরপুর বাজার বণিক সমিতি আহবায়ক হাবিবুর রহমান লিটন সহ স্থানীয় নেতা কর্মী ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।
Post Views: 118