মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় পৌর মেয়রের উপর অতর্কিত হামলা-৩ যুবক গ্রেপ্তার।

ফারুক হোসেন,মাটি রাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ১০১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)প্রতিনিধিঃ 
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃশামসুল হক’কে হত্যাচেষ্টার অভিযোগে আবুল কালাম আজাদ’ সহ তাঁর দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে তাঁদের গ্রেপ্তার করে মাটিরাঙ্গা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগের প্রেক্ষিতে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে মেয়র মোঃ শামসুল হক পৌর ৭নং ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকায় গেলে দখলদার আবুল কালাম আজাদ ও তাঁর দুই ভাই মামুন, রনি মিলে পৌর মেয়রের উপর ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এবং মেয়রকে হত্যার উদ্দেশ্যে গলায় পাড়া দিয়ে শ্বাসরুদ্ব করার চেষ্টা করে। বিষয়টি ব্যাপক ভাবে ছড়িয়ে পরলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আজাদ সহ তাঁর দুই ভাইকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ ফরাজি বলেন, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেইসাথে ঐ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
মেয়র মোঃ শামসুল হক বলেন, অভিযোগের প্রেক্ষিতে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে মেয়র পৌর ৭নং ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকায় গেলে ক্ষিপ্ত হয়ে দখলদার ইসমাইল এর নির্দেশে তার ছেলে আবুল কালাম আজাদ ও তাঁর দুই ভাই মামুন, রনি মিলে আমার উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে। একপর্যায়ে দেশি অস্ত্র নিয়ে আমার শরীরে আঘাত করে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। আসামীদের আটক করা হয়েছে অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে পৌর মেয়রকে মারধরের ঘটনায় অভিযুক্ত আবুল কালাম আজাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা, পৌর আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর