শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

বেড়ায় আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে কবর খুরে কঙ্কাল চুরি।

পাবনা প্রতিনিধি / ২২৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানের কবর খুরে ১৫ টি মৃত মানুষের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তোরা।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটেছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক’দিন দিন আগে তাদের গ্রামের একজন মারা যান। ওই মৃত্যু ব্যক্তির স্বজনেরা মরহুম ব্যক্তির মাগফিরাত কামনায় দোয়া ও কবর জিয়ারত করতে কবরস্থানে যান। এসময় তারা দেখতে পান কালো পোশাকে ৯ জন মানুষ কবরস্থান থেকে বের হয়ে যাচ্ছেন। তাদের সবার কাধে ছিল স্কুল ব্যাগ। কিছুক্ষণ পর আরো মুসল্লিরা কবর জিয়ার করতে আসলে তারাও দেখেন কবরের মাটি তোলা রয়েছে। এরপর কবরের কাছে গিয়ে দেখেন কবরের ভিতর লাশ নেই। তারা কবরস্থানের পুরো এলাকা ঘুরে দেখেন এ ভাবে মোট ১৫ টি কবরের কঙ্কাল চুরি হয়ে গেছে।

এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় ধর্ম প্রাণ মুসুল্লিরা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হারুনুর রশিদ।এ সময় তিনি জানান,দুর্বৃত্তোরা কবর খুরে মৃত মানুষের কঙ্কাল চুরি করে নিয়ে যাচ্ছে এটি দুঃখ জনক ঘটনা। তবে অভিযোগের ভিত্তিতে আইনগত সকল ব্যবস্থা গ্রহন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর