শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

আনোয়ার হোসেন আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় রাশেদুল মনজুর রহমান (৪৯) ও মোছাঃ মাহবুবা বেগম (৪০)নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের আমতলী মোড় বঙ্গবন্ধু সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন-ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।
নিহত ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ মনজুর রহমান ও পঞ্চগড় জেলার নতুনবস্তি এলাকার মোঃ ময়নুল হকের মেয়ে মোছাঃ মাহবুবা বেগম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, দুপুরে একই মোটরসাইকেলে মোঃ মনজুর রহমান ও তার সহকর্মী মোছাঃমাহবুবা বেগম বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তারা দুই জন ছিটকে পড়ে যায় এবং গুরুত্ব আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী দুই জনের মৃত্যু হয়।
তিনি আরোও জানান,ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এবিষয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর