রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

রাতে তারাবির নামাজ পড়তে গিয়ে সকালে মরদেহ মিলল ভুট্টা ক্ষেতে।

ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ / ১৬০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

দেওয়ানগঞ্জ(জামালপুর) প্রতিনিধিঃ
১৭ মার্চ রোববার রাতে তারাবির নামাজ পড়তে গিয়ে ১৮ মার্চ সোমবার সকালে মরদেহ মিলল বাড়ির পাশে ভুট্টাক্ষেতে।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন হারুয়াবাড়ী মধ্যপাড়া গ্রামের সুরুজ্জামান মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক মন্ডল (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলার ১নং ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী এলাকায় ফজলুল হকের ভুট্টার জমি থেকে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ।
ডাংধরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, গত রাতে  আঃ রাজ্জাক প্রতিদিনের মতই তারাবিহ নামাজ পড়তে যায়, রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজি করেন।
পরে সোমবাব সকালে বাড়ীর পাশে ভুট্টার জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভুট্টা ক্ষেত হতে মরদেহ উদ্ধার করেন দেওয়ানগঞ্জ থানা ও সানন্দবাড়ী পিআইসির পুলিশ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে ঘটনা স্থলে গিয়ে আঃ রাজ্জাক মন্ডল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর