মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার।

আনোয়ার হোসেন আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১১১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

গত এক সপ্তাহে ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

সোমবাব জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

তিনি বলেন, সদর থানায় বিভিন্ন এলাকার মানুষের মোবাইল ফোন হারানো জিডি হয়েছিলো। পরবর্তী সময়ে জেলা পুলিশের আইসিটি শাখার তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ অক্লান্ত পরিশ্রম করে সাত দিনের মধ্যে মোবাইল গুলো উদ্ধার করেন। আজ উদ্ধার হওয়া মোবাইল ফোন গুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরুক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর