পাবনা প্রতিনিধিঃ
বৃহত্তর পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় দুই মোটরসাইকেল মূখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
জানা যায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারনে শনিবার ১৬ মার্চ দুপুরের সময় ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক সড়কের গোকুলনগর চক্ষু হাসপাতের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঈশ্বরদীর ভাদুরবটতলা গ্রামের মোঃ তৌহিদুল ইসলামের ছেলে মোঃ সিয়াম হোসেন ও পিয়ারাখালি গ্রামের মোঃ নাজমুল হাসানের ছেলে মোঃ মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায় মোটরসাইকেল যোগে সিয়াম ও মিজান ঈশ্বরদী থেকে শখেরচর নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল এবং বিপরিত দিগে বাঘা থেকে ঈশ্বরদীর দিগে শফিকুল ইসলাম বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে গোকুলনগর চক্ষু হাসপাতালের সামনে আসা মাত্রই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে।এ ঘটনায় চালক ও আরোহীসহ চারজন ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সিয়াম ও মিজান মারা যায়।অপর দুই জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এ তথ্য নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃরফিকুল ইসলাম। তিনি জানান উভয় মোটরসাইকেলের চালক বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।তাদের গাড়ি দুটি উদ্ধার করে অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে।