রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশুদিবস পালিত।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

রোববার উল্লাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসুচির আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, উপজেলা পরিষদ চেয়ারম্যান (অস্থায়ী) মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সরকারি আকবর আলী কলেজের সহযোগী অধ্যাপক শামীম হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফা ইয়াসমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর