নিজেস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদর থানার সায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ৩’শ ৫০ বোতল ফেন্সিডিল সহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র সদস্যরা সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার সায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।
এ সময় মাদক কাজ ব্যাবহৃত ৩টি মোবাইল, নগত ৭ হাজার ৬’শ ৫০ টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন,ফরিদপুর জেলাধীন চরদোয়াইল গ্রামের মসলেম উদ্দিনের ছেলে স্বপন আলী,দিনাজপুর জেলাধীন বৈইকন্ঠপুর গ্রামের মৃত দইয়ারের ছেলে শফিকুল ইসলাম, কুমিল্লা জেলার লক্ষণপুর গ্রামের রহিমের ছেলে নাইম হোসেন।
র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র্যাব-১২’র অধিনায়ক মো: মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় পিকআপ ভ্যান যোগে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা করা হয়েছে।