মৌলভীবাজারে মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার-২।
নিজস্ব প্রতিবেদক:জালাল উদ্দিন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মানব পাচারকারী চক্রের মূল হোতা সহ দুই জনকে গ্রেফতার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার ১৩ মার্চ ২০২৪ইং, ভুকশিমইল ইউনিয়নের কানেহাত গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো, কুলাউড়া উপজেলার কানেহাত গ্রামের মাসুক মিয়া লেচুর ছেলে মোঃ শাহীন আলম (৪০) ও সাইদুর রহমান (৪৪)।
জানা যায় আটককৃতরা দীর্ঘদিন যাবৎ হলো দেশের বিভিন্ন এলাকা দালাল চক্রের মাধ্যমে মানব সংগ্রহ করে।পরে বিদেশে উচ্চ বেতনে চাকুরী দেয়ার আশা দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তাদের পরিবার পরি জনকে নিঃশ্বাস ফেলে।
দুই জন মানব পাচারকারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, এপিবিএন-৭-এর মিডিয়া সেল কর্মকর্তা।
Post Views: 595