নীলফামারীর প্রতিনিধিঃ
নীলফামারী গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট পরিচালিক মিনসট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট (এমএইচএম) প্রজেক্টের মুল্যায়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সৈয়দপুর শহরের একটি রিসোর্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ।
গুড নেইবারস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর মাঈনুদ্দিন মন্ডলের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংস্থার নীলফামারী সিডিপি ব্যবস্থাপক বিভব দেওয়ান।
বক্তব্য দেন সদর উপজেলার সংগলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোস্তাফিজুর রহমান, সিডিসি সভাপতি টিকেন্দ্র জিৎ রায় মিরু, শাপলা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অশি^নী কুমার বিশ^াস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. ইমরান কবীর, গুড নেইবারস বাংলাদেশ প্রধান কার্যালয়ের মনিটরিং এন্ড ইভালুয়েশন ইউনিট প্রধান প্রসেনজিৎ মোল্লা ও এডুকেশন এন্ড হেলথ ইউনিট প্রধান রাজিয়া সুলতানা।
সভায় জানানো হয়, সদর উপজেলার পাঁচটি বিদ্যালয়ের সাড়ে পাঁচ’শ কিশোরীকে নিয়ে এমএইচএম প্রজেক্টটি বাস্তবায়ন করা হয়। এডলোসেন্ট কর্ণার স্থাপন, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, সচেতনতা সৃষ্টিসহ একটি কিশোরীর বয়সন্ধিকালীন নানা বিষয় অন্তভুর্ক্ত ছিলো প্রকল্পে।
এতে প্রকল্পের কর্মকান্ড উপস্থাপন করেন আয়োজক সংস্থার নীলফামারী সিডিপির প্রোগ্রাম অফিসার মতিউর রহমান আকাশ।
গুড নেইবারস বাংলাদেশের নীলফামারী সিডিপি ব্যবস্থাপক বিভব দেওয়ান জানান, ‘মাসিককালীন পরিচ্ছন্নতা এনে দেয় সুস্থ্যতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরীদের সচেতন করাসহ স্বাস্থ্য সেবা এবং পরামর্শ দেয়া হয় গেল এক বছরে। প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ায় মুল্যায়ন ও পর্যালোচনা সভার আয়োজন করা হয় আজ।
সরকারী কর্মকর্তা, সুশিল সমাজ ও এনজিও প্রতিনিধি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যম কর্মীগণ এতে অংশ নেন।