ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি থেকে ওয়াসিম আকরাম খান নামের এক ছিনতাইকারীকে দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
এসময় পুলিশ ছিনতাইকারীর বাড়ি তল্লাশি করে একটি বিদেশী পিস্তল,পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন, ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়।
১৩ মার্চ বুধবার দুপুরে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,কেন্দুয়া উপজেলার মরিচপুর এলাকার গণ্ডা গ্রামের তোফায়েল আহমেদের অটোরিকশা ভাড়া করে ৩ জন যাত্রী ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের গাবরকালিয়ানে নিয়ে আসে।ওই যাত্রীরা ছিলো ছিনতাইকারী,অটোরিকশা থেকে নেমে চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।পরে অটোরিকশা চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয়দের সহযোগীতায় পুরো এলাকা ঘিরে ফেলে গাবরকালিয়ান গ্রামের ওমর ফারুকের বাড়ির পেছনের বাশঁঝাড় থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করে। এসময় ছিনতাইকারী ওয়াসিম আকরামকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।
ছিনতাইকারী ওয়াসিম আকরাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চরখিদিরপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ মাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কেন্দুয়া থানায় খুন, অস্ত্র ও বিস্ফোরক আইনে মোট ৮টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় ছিনতাই ও অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য সহযোগী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।