রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত।

ফারুক হোসেন,মাটি রাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ১৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো’ স্মার্ট সোনার বাংলা গড়বো“এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালী, আলোচনা ও অগ্নি নির্বাপক প্রদর্শনের মাধ্যমে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি মহড়া’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে দশটার সময় উপজেলা প্রশাসন ও দু‌র্যো‌গ ব্যবস্থাপনা অ‌ধিদপ্তরের আয়োজনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মা‌টিরাঙ্গা ইউ‌নি‌টের  ‌স্টেশন অ‌ফিসার মো: হারুন এর নেতৃ‌ত্বে উপ‌জেলা চত্ব‌রে এ মহড়ার আয়োজন করা হয়।
দুর্যোগের কারণে প্রতি বছর দেশের বিপুল সংখ্যক জীবন ও সম্পদের ক্ষতি হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ নির্মূলের কোনো পদ্ধতি এখনও আবিষ্কৃত হয়নি। তবে এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে রাখা সম্ভব।
এসময় উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস‌তিয়াক আহাম্মদের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি ছিলেন উপজেলা প্রোগ্রামার রাজিব চৌধুরী। এ সময় অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ মীর বাবলু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুকুল কান্তি চাকমা, মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ মজুমদার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও বি‌ভিন্ন ‌শ্রেণিপেশার লোকজন উপ‌স্থিত ছি‌লেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহ‌ম্মেদ বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। কিন্তু আমরা যদি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবিলা করা আমাদের জন্য অনেক সহজ হবে। তাই যেকোনো দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর