রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন।

হাবিবুল,ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ / ১৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন হয়েছে। এবারের প্রতিপাদ্যে বিষয় “দূর্যোগ প্রস্ততিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”। দিবসটি উপলক্ষে রবিবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে এবং বে-সরকারী সংস্থা ইএসডিও এর সহযোগিতায় ডিমলা প্রশাসনিক ভবনের সামনে সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালি, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমানের সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আফতাব উদ্দিন সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.তবিবুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামিমা ইয়াসমিন, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, ইএসডিও এর এরিয়া ম্যানাজার আব্দুল গনি, ডিমলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার শেখ রিয়াজ উদ্দিন আহম্মেদ।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা চত্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামনে ডিমলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মীরা দুর্যোগ মোকাবেলা ও ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতাসহ যে কোন দুর্যোগ রোধে করনীয় বিষয়ে সচেতনতা মূলক মহড়া প্রদর্শন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর