মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সাড়ে দশটার সময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক রাজীব চৌধুরী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবায়েত তানিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার নারী বান্ধব কর্ম নিশ্চিতে কাজ করে যাচ্ছে। পুরুষ শাসিত সমাজে নারী পুরুষের বৈষম্য অনেকটা কমেছে। এখন দেশের সর্বক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা গুরুত্বপূর্ন অবদান রাখছে। খাগড়াছড়িতে কৃষি ক্ষেত্রে এগিয়ে রয়েছে নারীরা। তা ছাড়া পড়ালেখায়,আনসার, পুলিশ,বিজিবি, সেনাবাহিনী সহ প্রশাসনিক পর্যায় গুরুত্বপূর্ন অবদান রাখছে নারীরা। নারী পুরুষের বৈষম্য আরো কমাতে কন্যা সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে। নারী অধিকার প্রতিষ্ঠায় বাল্যবিবাহ থেকে বের হয়ে আসতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকারের ডিজিটাল পদ্ধতি ও প্রযুক্তির সঠিক ব্যবহার নারী পুরুষ দূরত্ব কমবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
Post Views: 133