ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
আন্তজার্তিক নারী দিবস আজ। নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আজ শুক্রবার সকাল ১০টায় আন্তজার্তিক নারী দিবস উৎযাপিত হয়েছে। “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বিশ্বজুড়ে দিবসটি উপলক্ষ্যে উপজেলা শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে আন্তজার্তিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য নারী দিবসের মুল লক্ষ্য ।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়ের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই- আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার প্রমুখ।