মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাজার মনিটরিং|

ফারুক হোসেন,মাটি রাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ২০১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ 

সরকার ঘোষিত মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন গলিতে এই কর্মকাণ্ড করা হয়। বাজার মনিটরিং এবং বিক্রেতাদের পণ্যদ্রব্যের দাম বেড়ে না যায় এবং ভেজাল পণ্য না দেয়া হয় এই ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী।

মনিটরিংকালে মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সোহাগ মজুমদার, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো: হাছান মাহমুদসহ পুলিশ সদস্য ও বাজার ব্যবস্থাপনা কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য-দ্রব্যাদি বিক্রিতে অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বাড়তি দাম না নেয়ার বিষয়ে এবং ভেজাল পণ্য বিক্রিতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এইসব নির্দেশনা যদি কেউ অমান্য করে তাহলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর