কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়। সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়।
সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট।এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, প্রাণী সম্পদ অফিসার নুরুল আজিজ, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ্,প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ,কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ফজলার রহমান,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল,কেফায়েত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাড়াগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনেওয়াজ শাহ্। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর ভাষণ, আবৃত্তি, কুইজ ও রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন,সংগীত, নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।