শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের বিপক্ষে জাকের আলি অনিকের অভিষেক।

ক্রীড়া ডেস্ক / ২৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

ক্রীড়া ডেস্কঃ

বিপিএল পর্দা নামার পর পরই লঙ্কানদের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেনে অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ১০ বছর পর প্রথম পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। মাঝে বেশ কয়েকবার বাংলাদেশে এলেও পূর্ণাঙ্গ সিরিজ খেলা হয়নি। টি-টোয়েন্টি দিয়ে লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু করল বাংলাদেশ ।

টি-টোয়েন্টি সিরিজটি এ বছর প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট বাংলাদেশের শ্রীলঙ্কা বিপক্ষে। শেষ কয়েকটি সিরিজে টি-টোয়েন্টি ফরম্যাটে সাফল্য পাওয়ায় এখন আর এই ফরম্যাটে সহজ প্রতিপক্ষ নয় বাংলাদেশ। ২০২২ সাল থেকে এই ফরম্যাটে কোন দ্বিপাক্ষিক সিরিজে হারেনি তারা।

এ সময় সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে চারটি সিরিজ জিতেছে টাইগাররা। গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ ড্র করায় এই ফরম্যাটে বাংলাদেশের উন্নতি এখন স্পষ্ট। এখন পর্যন্ত ১৫৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৫৯টিতে জয়, ৯৫টিতে হার এবং ৪টিতে ড্র করেছে টাইগাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত ১৩ বারের মোকাবেলায় ৪টিতে জয় এবং ৯টিতে হেরেছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টির রেকর্ডে উন্নতি করার সুযোগ পাচ্ছে টাইগাররা।

বাংলাদেশ একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ,লিটন দাস,সৌম্য সরকার,জাকের আলি অনিক,তাওহীদ হৃদয়,শেখ মেহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশের অধিনায়ক চারিথ আসালাঙ্কা, কুশল মেন্ডিস,আভিষ্কা ফার্নান্দো,সাদিরা সামারাবিক্রমা,কামিন্দু মেন্ডিস,অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মাহেশ থিকশানা, মাথিসা পাথিরানা, আকিলা ধনঞ্জয়া ও বিনুরা ফার্নান্দো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর