রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

মাটিরাঙ্গায় সিএনজি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন।

ফারুক হোসেন,মাটি রাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ১১১৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

 মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অটোরিক্সা ও সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেট এর ২০২৪ খ্রি. এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৫মার্চ) দিনব্যাপী মাটিরাঙ্গা অটোরিক্সা ও সিএনজি চালক সমবায় সমিতি লি: এর কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির পাটোয়ারী।

তৃতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বীতায় পুনরায় সভাপতি পদে নির্বাচিত হন বর্তমান সভাপতি মো. আব্দুস সোবহান। মো. দেলোয়ার হোসেন  সহ-সভাপতি পদে হরিণ প্রতীক নিয়ে ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। মো. নুর নবী দোয়াত কলম প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীক নিয়ে পান ৬৭ ভোট। নির্বাচিত অন্য সদস্যরা হচ্ছেন, মো. নুর উদ্দিন, মো. এমদাদ মিয়া, মো. মোতালেব, মো. আরমান হোসেন, মো. শাহিন, এবং মোহাম্মদ আলী।

নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: আমান উল্ল্যাহ খান। নির্বাচন কমিশনার মো. আবুল হাসেম।

এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাটিরাঙ্গা থানার এসআই মাসুদ আলম পাটোয়ারী, এএসআই মো:  কামরুল আরেফিন চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মাটিরাঙ্গায় অটোরিক্সা ও সিএনজি চালক সমবায় সমিতি লি এর সর্বমোট ২৩১ ভোটারের মধ্যে ২১০ ভোটার নির্বাচনে ভোট  দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর