রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

নানার লাশ দেখতে গিয়ে নাতি লাশ হয়ে বাড়ি ফিরল।

নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি। / ৯৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
বাড়ি লোহার গেইটে উঠে নানার জানাজা নামাজ দেখতে গিয়ে গেইট খুলে  চাপা পড়ে মাহিন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত‍‍্যু হয়েছে।রোববার (৩ মার্চ) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে এঘটনা ঘটে।নিহত মাহিম উপজেলার মীরনগর গ্রামের রুস্তম আলীর ছেলে।
শাহজাহান ইউনিয়নের নারী সদস‍্য কমলা বেগম জানান, নাজিরপুর গ্রামের অসুস্থ জিতু মিয়া  রোববার সকালবেলায়  ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে  চিকিৎসাধীন  অবস্হায় মারা যান। খবর পেয়ে জিতু মিয়ার মেয়ে তাসলিমা বেগম ছেলে মাহিন সহ  মীরনগর থেকে বাবার মৃতদেহ  দেখতে যান। যোহর বাদ জিতু মিয়ার জানাজা নামাজ বাড়ি পাশে অনুষ্ঠিত হওয়ার সময় শিশু মাহিম বাড়ির লোহার গেইটে দাড়িয়ে  নানার জানাজার নামাজ দেখছিল। হঠাৎ  গেইট খুলে পড়ে যায়।এতে মাহিম চাপা পড়ে।মূমুর্ষ অবস্হায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্হ‍্য কমপ্লেক্সর জরুরী  বিভাগে  নিয়ে আসলে কর্তব‍্যরত চিকিৎসক  মাহিম কে মৃত ঘোষনা করেন।মাধবপুর থানার এস আই মিজান  বলেন ,এব‍্যপারে  পরিবারের অভিযোগ  নেই।একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর