ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..
রোববার দুপুরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। পরিবারে তার স্ত্রী ও দুই মেয়ে ও তিন ছেলে সন্তান রেখে গেছেন। একজন সন্তান আগে মৃত্যু বরণ করেছিলেন তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিন, ঠাকুরগাঁও প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি সহ সমাজের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা শোক জানিয়েছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
Post Views: 316