শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

আফগানিস্তানের ভারী তুষারপাতে নিহত-১৫।

আন্তর্জাতিক ডেস্কঃ / ১৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ভারী তুষারপাতে ১৫ ব্যক্তির মৃত্যু হয়েছে । এ ছাড়াও আহত হয়েছে প্রায় ৩০ ব্যাক্তি।তিন দিনের ভারী তুষারপাতে এসব হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার (২ মার্চ) আফগান তোলো নিউজের বরাতে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।

মানুষের প্রাণহানি ছাড়াও এবারের তুষারপাতে ব্যাপক হারে গবাদিপশু নিহত হয়েছে। ইতিমধ্যে ১০ হাজারের মতো গবাদিপশু নিহত হয়েছে বলে জানিয়েছে তোলো নিউজ।

সার-ই-পুলের বাসিন্দা আব্দুল কাদির মানুষের মধ্যে বিদ্যমান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তুষারপাত চলছে। খুব ভয়াবহভাবে তুষার পড়ছে। মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেননা তাদের গবাদিপশু মারা যাচ্ছে। অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। খুব কম যানবাহন চলাচল করছে।
তালেবান সরকারের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মিসবাহ উদ্দিন মুস্তাইন বলেছেন, সব প্রদেশে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি অবরুদ্ধ সড়ক খোলা, ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের মানুষকে খাবার ও পশুখাদ্য বিতরণ এবং ভারী তুষারপাতে আটকে পড়াদের উদ্ধার করতে সক্রিয়ভাবে কাজ করছে।

ইতিমধ্যে এই বিপর্যয় মোকাবিলায় বিভিন্ন মন্ত্রণালয়ে সমন্বয়ে কমিটি গঠন করেছে আফগান সরকার। মানুষকে সহায়তা দেওয়ার পাশাপাশি গবাদিপশুর মালিকদের ক্ষয়ক্ষতি মোকাবিলায় দিকে মনোযোগ দেবেন কমিটির সদস্যরা। ইতিমধ্যে বলখ, জাওজান, বাদঘিস, ফারিয়াব ও হেরাত প্রদেশে পশু মালিকদের সহায়তার জন্য পাঁচ কোটি আফগান মুদ্রা বরাদ্দ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর