ডেস্ক রিপোর্টঃ রাজধানীর নিউমার্কেট এলাকার গাউসুল আজম মার্কেটে আগুন লেগেছে। শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এ আগুন লাগে বলে জানা গেছে। আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে ছুটে গেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিট দুইটি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এর বেশি ইউনিট দরকার হবে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি সংস্থাটি।
এদিকে, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল এ ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের প্রাণ গেছে। এছাড়া, হাসপাতালে চিকিৎসাধীন ৫ জনের অবস্থাও আশঙ্কাজনক।
ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইনের আউটলেট ছিল বলে জানা গেছে।
এই ক্ষত না শুকাতেই গতকাল শুক্রবার রাতেও রাজধানীর ওয়ারীতে ‘পেশওয়ারাইন’ নামের রেস্টুরেন্টে আগুন লাগে। তাতে বড় কোনো ক্ষতি হয়নি।