মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

দেবীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার।

দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধিঃ / ১৪০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে আলহেরা মাদ্রাসার ৬ জন শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মুফতি মোঃমিজানুর রহমান(৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামের মোঃ লতিফুর রহমানের ছেলে।

২৮ ফেব্রুয়ারি বুধবার রাত ৮ টার সময় দেবীগঞ্জ পৌর শহরের মুন্সীপাড়ার আলহেরা মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী সূত্রে জানা যায়,আলহেরা মাদ্রাসায় আবাসিক ও অনাবাসিক ব্যবস্থাপনায় পাঠদান চালু আছে। বুধবার সকালে মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ পায় মাদ্রাসা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে না জানিয়ে অভিযুক্ত শিক্ষককে স্থায়ী ভাবে বহিষ্কার করেন। এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠে সবাই মূখ খুলতে শুরু করেন এবং যৌন নির্যাতনের শিকার ৬ জন শিক্ষার্থী তাদের উপর করা যৌন নির্যাতনের বর্ননা দেয় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের কাছে।এ সময় অভিযুক্ত শিক্ষককে শাস্তির দাবীতে সহস্রাধিক নারী পুরুষ মাদ্রাসাটি ঘিরে ফেলেন। থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসার কক্ষে লুকিয়ে থাকা অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেন।থানায় নিয়ে আসার পথে বিক্ষিপ্ত জনতা আসামিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন। ওই দিন রাতে অভিভাবক মোঃ মাহবুবুর রহমান বাদী হয়ে ওই শিক্ষককে আসামি করে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সরকার ইফতেখারুল মোকাদ্দেম। এ সময় তিনি জানান শিক্ষার্থীকে যৌন নির্যাতনের ঘটনায় আলহেরা মাদ্রাসার শিক্ষক মোঃ মিজানুর রহমানকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে।আসামির জবানবন্দিতে ঘটনার সত্যতা মিলেছে।অভিভাবক মোঃ মাহবুবুর রহমান আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর