লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনরিহাটরে কালীগঞ্জে স্ত্রীর মর্যাদা রক্ষার দাবীতে কলেজ ছাত্রী তিনদিন ধরে পুলিশ সদস্যর বাড়ীতে অনশন করছে। সে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। ২৫ ফেব্রুয়ারী সোমবার দুপুর থেকে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যোম গ্রামের আল আমিন হোসের ছেলে পুলিশ সদস্য ইশতিয়াক বুলবুলের বাড়ীতে স্ত্রীর স্বীকৃতি পেতে আমরণ অনশন শুরু করেছে।
২৭ ফেব্রুয়ারী বুধবার দুপুরে ভুক্তভোগী কলেজ ছাত্রী গণমাধ্যমকে জানান ২০২২ সালের ২২ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটনের পল্টন থানা ডিএমপির রাজারবাগ পুলিশ লাইন্সে এমটি শাখায় পত্তিএমএ পদে কর্মরত ইশতিয়াক বুলবুল (বিপি-৩৩৭০৩)এর সাথে সরকারি বিধি ও ইসলামি শরিয়া মোতাবেক তাদের বিয়ে হয়।বিয়ের পর পল্টন থানার পাশে আবাসিক হোটেলে সাত দিন যাবত হানিমুন করি। দুই তিন মাস পর বাসা ভাড়া করে তার পিতামাতার সাথে আলোচনা করে তাকে তার বাবার বাড়ি থেকে স্ত্রীর মর্যাদায় উঠিয়ে নিয়ে আসবে এমন আশ্বাসে কলেজ ছাত্রীকে তার বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়। দুই তিন মাস আমার সাথে ভালো সম্পর্ক রাখে এবং খরচাদি বহন করে।কিন্তু ৫/৭ মাস যেতে না যেতেই আমার সাথে সম্পর্ক ছিন্ন করে যোগাযোগ বন্ধ করে দেয়। এমন অবস্থায় আমার মনে সন্দেহের সৃষ্টি হয়।কোন উপায় খুঁজে না পেয়ে বুলবুলের অফিসে গিয়ে বাসায় নিতে চাপ দেই। তখনও বার বার তালবাহানা করে আমাকে রংপুর বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়। বিয়ের এক বছরের মধ্যে আমাদের সম্পর্ক ছিন্ন করতে কাবিননামাসহ সকল ডকুমেন্টস নষ্ট করে ফেলে।কিন্তু আমার ফোনে রক্ষিত ডকুমেন্টসগুলো পুলিশ কর্মকর্তাদের কাছে উপস্থাপন করলে তারা স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে যেতে বলেন।তাতেও তালবাহানা করে আজকাল করে বাড়িতে নিচ্ছে না স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করছে। কুল-কিনারাহীণ না পেয়ে স্ত্রীর মর্যাদা রক্ষার্থে তার বাড়িতে উঠে পরেছি।
এ তথ্য নিশ্চিত করেন তুষভান্ডার ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রাকিবুল ইসলাম। তিনি জানান রংপুর থেকে আসা এক কলেজ পড়ুয়া মেয়ে গত রোববার থেকে স্ত্রীর মর্যাদা আদায়ের দাবীতে পুলিশ সদস্য রাব্বি আল মামুনের বাড়িতে আমরন অনশন করছে।এমন সংবাদ পেয়ে গ্রাম্য পুলিশ দিয়ে মেয়েটিকে রক্ষানুইবেক্ষেনের জন্য পাহারার ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদস্য বুলবুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ওই মেয়ের সাথে তার ফেসবুকে পরিচয় হয় এর বেশি কিছু নয়।সে যা বলছে তা মিথ্যা ও বানোয়াট।এবিষয়ে আমার উর্ধ্বতন কর্মকতারা তদন্ত করেছে।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজলো নির্বাহী কর্মকর্তা মোঃ জহির ইমাম জানান বিষয়টি গণমাধ্যমকর্মীদের মারফত জানতে পেরে কালীগঞ্জ থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।