গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে র্যাব-৫ এর মাদক বিরোধী আভিযানে হেরোইনসহ রাশিদা খাতুন(৫৮) নামের মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র্যাব-৫ এর সদস্যরা।২৬ ফেব্রয়ারী সোমবার রাত সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর গ্রামে র্যাব-৫ এর সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত রাশিদাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার বসতবাড়ীর তল্লাশি করে মাটির বাতিলের ভিতর থেকে ৬৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাশিয়া গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের হরিশংকপুর গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের মেয়ে।
র্যাব-৫ এর সূত্রে জানা যায় রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সূত্রে জানতে পাড়ে মাদক ব্যবসায়ী রাশিদার বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সময় র্যাবের সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পিছন দরজা দিয়ে পালিয়ে গেলেও রাশিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরে তার শয়ন কক্ষ তল্লাশি করে মাটির পাতিল থেকে ৬৫০ গ্রাম উদ্ধার করা হয়েছে।
র্যাব আরোও জানায়,মাদক ব্যবসায়ীদ্বয় যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজ বাড়িতে মজুত করে এবং অবস্থা বুঝে এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে দীর্ঘদিন যাবৎ এলাকার বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে আসছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজুর পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।