রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

যৌতুকের দাবীতে ৪ সন্তানের জননীকে নির্যাতনের অভিযোগ।

নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি। / ১৩৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

মাধবপুর প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুরে যৌতুকের দাবীতে ৪ সন্তানের জননীকে নির্যাতনের অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে।   স্ত্রীর বাড়ি স্বামীর নামে লিখে না দেওয়ায় রত্না বেগম মিতু (৩২) নামে এক নারীকে নির্যাতন করছে আলমগীর মিয়া নামের পাষণ্ড স্বামী।
এ ব্যাপারে সোমবার (২৬ ফেব্রুয়ারী) রত্না বেগম বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, পনেরো বছর আগে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের  জহুর আলীর পুত্র আলমগীর মিয়া (৪৫)এর সাথে রত্না বেগমের বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের চারটি কন্যা সন্তান রয়েছে। কিছুদিন যাবত তার স্বামী পরকীয়ায় আসক্ত হয়ে স্ত্রী ও কন্যাদের অবহেলা করছে এবং রত্না বেগম এর বাড়ি তার স্বামী আলমগীর মিয়ার নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এরই জেরে সোমবার রাত সাড়ে ১২ টার দিকে আলমগীর মিয়া তার স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করে।
প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসা নিয়ে দুপুরে মাধবপুর থানায় এসে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। এসআই দ্বীন মোহাম্মদকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর