মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১৪ বছর পর র‍্যাবের হাতে গ্রেফতার।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৩৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান ১২ ও র‍্যাব-৪’র ঢাকা সাভারের কর্নপাড়ায় যৌথ অভিযান পরিচালনা করে হত্যা মামলার মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহাদত হোসেনকে ১৪ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস।

গ্রেপ্তার শাহাদত হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মধুপুর গ্রামের মৃত কাউয়ুম মোল্লার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ২০১০ সালের ৪ আগষ্ট পাথর বোঝাই ট্রাক নিয়ে ড্রাইভার মোঃ জয়নাল আবেদিন ও হেলাপার মোঃ রুবেল হোসেন ভোমড়া স্থলবন্দর থেকে গাজীপুরের শ্রীপুরের উদ্দেশ্যে রওনা হয়। পরে ৭ আগষ্ট মানিকগঞ্জ জেলার ঘিওর থানা থেকে ড্রাইভার ও হেলপারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর ড্রাইভারের ভাই জাহাঙ্গীর আলম থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এর পর  আসামিকে গ্রেফতার অভিযান পরিচালনা করে আসছিল র‍্যাবের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর