রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

শ্রীমঙ্গল কাথলিক মিশনে ভাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস. রান্ডালকে বরণ।

এলিসন সিঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ / ৩১১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজন মধ্যদিয়ে বাংলাদেশে নিযুত ভ্যাটিকান  রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস. রান্ডাল’কে বরণ করেন খ্রীষ্টান সম্প্রদায়েরা।

রবিবার (২৫ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শ্রীমঙ্গল সদরে অবস্থিত  সাধু জোসেফ গীর্জা’য় তার আগমনে আদিবাসী সম্প্রদায়েরা নাচে গানে ফুল ছিটিয়ে  সাজ সাজরবে বরণ করেন।এবং এ আগমনকে কেন্দ্র করে শ্রীমঙ্গল কাথলিক মিশনে পরিণত হলো একটি মিলনমেলায়।  রবিবাসরীয় উপাসনা মধ্যদিয়ে আরম্ভ হয় প্রধান অতিথির আগমনের মূল আমেজ।

বিকেল ৫টায় ফাদার রবার্ট নকরেক সিএসসি’র সঞ্চালনায় ও শ্রীমঙ্গল কাথলিক মিশনের পালপুরোহিত ড. ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি’র সভাপতিত্বে  শুরু হয় একটি  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসন অলংকৃত করেন বাংলাদেশে নিযুত
ভাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন এস. রান্ডাল।

বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন সিলেট কাথলিক ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ  ফ্রান্সিস গমেজ, মৌলভীবাজার গিয়াসনগর মাইনর সেমিনারী আধ্যাত্মিক পরিচালক ফাদার জোসেফ তপ্ন,পুলিশ প্রশাসন’সহ বিভিন্ন মণ্ডলীর পাষ্টর,  ফাদার, সিষ্টার,ব্রাদার, সমাজ পরিচালক ও তিন’শত খ্রীষ্টভক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন নাচ-গানের ফাঁকেফাঁকে  বিশেষ অতিথিগণ বক্তব্য  প্রদানের মধ্যদিয়ে অনুভূতি  করেন।এবং ১৩টি খ্রীষ্ট’মন্ডলী পাষ্টরগণ ভ্যাটিকান রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করেন।

এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজ নিজ সংস্কৃতির নাচ পরিবেশন করেন খাসিয়া,গারো, সাদ্রী সম্প্রদায়ের
নৃত্যশিল্পীরা।

প্রধান অতিথি ভ্যাটিকান রাষ্ট্রদূত ইংলিশ ভাষা’য়  বলেন, আমি আজ আনন্দে আপ্লুত আপনাদের সন্মান ও ভালবাসা পেয়ে।এখানে বিভিন্ন জনগোষ্ঠী  মানুষ দেখতে পেয়েছি এবং আমাকে আন্তরিকা সাথে গ্রহণ করেছেন।তিনি আরও বলেন, এভাবে সকল মানুষকে ভালবাসাতে হবে,সন্মান করতে হবে, তাহলে সুন্দর হবে সমাজ ও মণ্ডলী।

প্রধান অতিথি বক্তব্য বাংলায় অনুবাদ করেন শ্রীমঙ্গল কাথলিক মিশনের পাল-পুরোহিত এবং এ অনুষ্ঠানের সভাপতি  ফাদার ড. জেমস শ্যামল গমেজ সিএসসি। অবশেষে তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা মধ্যদিয়ে অনুষ্ঠিত টি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর