রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২১ অপরাহ্ন

কিশোরগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন।

লতিফুল আজম,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ / ১৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:

‘স্মার্ট হবে জাতীয় স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।

রবিবার(২৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃলোকমান আলমের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইয়েদ হোসেন সাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি,নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু, বড়ভিটা ইউনিয়ন পরিষদের সচিব আবু সুফিয়ান,সার্টিফিকেট সহকারী আইয়ুব আলী প্রমুখ।

এ সময় কৃষি অফিসার লোকমান আলম তার বক্তব্যে বলেন, দ্বিতীয় বারের মতো সারা দেশে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে।সরকার তার টেকসই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য স্থানীয় সরকার গঠন করে থাকেন। তারই ধারাবাহিকতায় কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ে সরকারের উন্নয়ন মুলক কাজ চলমান রয়েছে। বিশেষ করে পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানে স্থানীয় সরকার বিশেষ ভূমিকা পালন করে চলেছে। তাই আমাদেরকে স্থানীয় সরকার সম্পর্কে আরো জানতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর