মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

ফতুল্লায় দানিয়াল হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি অনিক প্রধান গ্রেপ্তার।

ডেস্ক নিউজ / ১৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

ডেস্ক নিউজঃ ফতুল্লায় আল আমিন ওরফে দানিয়াল হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি অনিক প্রধান(২৭)কে বৃহস্পতিবার লালমনিরহাট সদর থানার ড্রাইভার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১’র সদস্যরা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১’র সিপিসি-১ এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম।

আসামিকে জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার থেকে জানা যায়,গত ০৯ ফেব্রুয়ারি রাতে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বেচাকেনায় বাধা সৃষ্টি করায় আসামিরা দানিয়াল ও শুভকে নারায়ণগঞ্জের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় আক্রমণ করে মারধর করে।এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা তাদেরকে ফেলে চলে যায়।

পরে ওই রাতে ভুক্তভোগীরা আহত অবস্থায় ফতুল্লা থানার বাড়ৈভোগ ফারিয়া গার্মেন্টসের পাশে খানকার মোড়ে পৌঁছালে আসামিরা পুনরায় হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র (চাপাতি, রামদা, ছোরা, চাকু)দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে দানিয়াল মাটিতে লুটিয়ে পড়ে।এ সময় আসামিরা পালিয়ে যায়।

ভুক্তভোগী দানিয়াল ও শুভকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাদের স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল(ভিক্টোরীয়) নিয়ে যান পরে কর্তব্যরত চিকিৎসক দানিয়ালকে মৃত ঘোষণা করেন। শুভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পরে নিহত দানিয়ালের মা মুক্তা বেগম ১০ ফেব্রুয়ারি ফতুল্লা মডেল থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায় গ্রেপ্তারকৃত আসামি অনিক প্রধানকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর