রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন

নৈশ কোচের ধাক্কায় ভ্যান চালক আনারুলের পা বিচ্ছিন্ন।

আনোয়ার হোসেন আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১৯৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নৈশ কোচের ধাক্কায় আনারুল ইসলাম নামের এক ভ্যানচালকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (২২ ফ্রেরুয়ারী)  সকালে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ঘুঘুডারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত আনারুল উপজেলার বাঁচোর ইউনিয়নের ভাংবাড়ী গ্রামের আশিরউদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নেকমরদ থেকে ঢাকাগামী নৈশ কোচ হানিফ এন্টারপ্রাইজ রানীশংকৈলমুখী ভ্যানচালককে পেছন থেকে ধাক্কা দেয়। তাতে ভ্যানচালক মাটিতে পড়ে গেলে গাড়ির চাকায় ওই ভ্যানচালকের বাঁ পা পিষ্ট হয়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাঁকে উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতাল থেকে চিকিৎসকরা আহত ভ্যানচালককে জরুরিভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেন।

রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান,গুরুতর আহত অবস্থায় ভ্যান চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে তার পায়ের অবস্থা দেখে হাসপাতালের কর্মরত চিকিৎসকরা তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেলে রেফার্ড করেন।

জানতে চাইলে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর