উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যাকান্দি আলিম মাদ্রাসার বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন করা হয়েছে।
২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ক্রিড়া শিক্ষক মোঃ ইব্রাহিম খলিলের পরিচালনায় গভনিংবডির সভাপতি ইঞ্জিনিয়ার জাফর ইকবালের সভাপতিত্বে সকাল ১০ টার সময় কবুতর উড়িয়ে ও দশম শ্রেণির ছাত্র আব্দুল আউয়ালের মশাল দৌড়ের মধ্যে দিয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
এর আগে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান ও সহকারী সুপারিন্টেন্ডেন্ট মোঃ আনিসুর রহমান জাতীয় পতাকা ও ক্রিড়া পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন দাখিল নবম শ্রেণির ছাত্র মোঃ সাব্বির হোসেন ও ক্রিড়া শপথ পাঠ করান দাখিল সপ্তম শ্রেণির ছাত্র মোঃ সিয়াম ভূইয়া। কমান্ডারের দায়িত্ব পালন করে দাখিল নবম শ্রেণির ছাত্রী মোস্তারিন সিদ্দিকা।
এর পর দাখিল নবম শ্রেণির ছাত্র ও স্কাউটের দলনেতা মোঃ রিফাত হোসেন মাঠ পরিদর্শনের অনুমতি নিয়ে সকল শিক্ষার্থীদের মাঠ প্রদক্ষিন করায়।
এর পর পরই শুরু হয় বালক,বালিকাদের দৌড়, সুইসুতা, গোলক নিক্ষেপ,চাকতি নিক্ষেপ,বিস্কুট দৌড়,চেয়ার খেলা ও বালিশ খেলাসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা।
সহযোগিতায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ মাহমুদুল হাসান,মোছাঃ মেহেরুন্নেছা,মোঃ সাহাব উদ্দিন,মোঃ আব্দুল মান্নান,মোঃ আবুল কালাম আজাদ,মোঃ রজব আলী,মোঃ ওয়াজেদ আলী, মোঃ মাহমুদ উল হাসান,মোঃ শহিদুল ইসলাম,ক্বারী নিজাম উদ্দিন, মোঃ রুবেল হোসেন,ক্বারী আব্দুল লতিফ,মোঃ ফরিদুল ইসলাম প্রমূখ।
সহকারী মৌলভী মোঃ আব্দুল আলিম ও সহকারী শিক্ষক (গণিত) মোঃ মাসুদ রানা খেলা সঞ্চালনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ৬৫ সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া ও সলঙ্গার মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম। রাজনৈতিক ব্যস্ততার কারনে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃআছাদুল হক,মোঃ মজনু মিয়া,মোঃ ফারুক ফয়সাল রবি ও আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ শাজাহান আলী প্রমূখকে তার প্রতিনিধি হিসেবে মনোনয়ন করে পাঠান।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় অধ্যক্ষ মিজানুর রহমান বলেন পঞ্চক্রোশী ইউনিয়নের মধ্যে বন্যাকান্দি আলিম মাদ্রাসা একটি মাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যে সকল অবকাঠামোর উন্নয়ন হয়েছে প্রানপ্রিয় নেতা আলহাজ্ব শফিকুল ইসলাম বিগত দিন এমপি থাকা অবস্থায় হয়েছে।তার অসম্পূর্ণ কাজ ভবনটির চারতলা পর্যন্ত সম্পর্ণ করা। এবং নতুন আরেকটি ভবন ও বাউন্ডারির কাজ সম্পর্ণকরনের জন্য এমপির মহাদ্বয়ের প্রতিনিধিদের কাছে দাবী উপস্থাপন করেন।
এ সময় প্রতিনিধিগণ অধ্যক্ষের কথাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং বলেন আমরা আপনাদের দাবী দাওয়ার কথা এমপি মহাদ্বয়ের কাছে গিয়ে বাস্তবায়নের জন্য অনুরোধ করবো যেন তার আমলেই কাজগুলো বাস্তবায়ন করেন।
পরে প্রধান অতিথির প্রতিনিধিগণ বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন।
শেষে মোস্তারিন সিদ্দিকার রচনায় ও সহকারী শিক্ষক মোঃ মাসুদ রানার নির্দেশনায় বাল্য বিবাহ প্রতিরোধে একটি নাটিকা উপস্থাপন করা হয়।এতে অভিনয় করে অত্র প্রতিষ্ঠানের ছাত্রীরা।