রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

রামপালে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ / ১২২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২.০১ মিনিটে রামপালের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিবসটির কার্যক্রম শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ও শহীদ মিনারে ফুল দিয়ে মহান শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সকাল ৮.০০ টায় রামপাল উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরীর আয়োজন করা হয়।  প্রভাতফেরীত্তর  শহিদ মিনারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
রামপাল উপজেলা নির্বাহী  অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল,  রামপাল থানার ওসি(তদন্ত) বিধান পালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর