ডিমলা(নীলফামারী)প্রতিনিধি:নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারী ২০২৪ রাত ১২ টায় ১ মিনিটে ডিমলা উপজেলা প্রশাসন সহ সকল রাজনৈতিক অঙ্গ সংগঠন, সামাজিক সংগঠন, ডিমলা থানা পুলিশ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীগন ডিমলা বিজয় চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়াও ২১ ফেব্রুয়ারী (বুধবার) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে কালো ব্যাচ ধারন করে উপজেলা নির্বাহী অফিসার নুর আলম সিদ্দিকী এর সভাপতিত্বে একটি প্রভাতফেরী র্যালী বের করা হয়। র্যালীটি ডিমলা বিজয় চত্তরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীস রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতাকর্মী, সামাজিক সংগঠন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ সহ সর্বস্তরের জনগন এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ ।