রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

চাপিয়ে দেওয়া কোনকিছু কখনোই বাঙালী মেনে নেয়নি-সৈয়দ সায়েদুল হক এমপি।

নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি। / ১২৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জ -৪ (চুনারুঘাট- মাধবপুর) আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘বাঙালী জাতি কখনোই তাদের উপর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তকে মেনে নেয়নি।আঘাত আসলেই ঘুরে দাঁড়িয়েছে।ভাষার অধিকার প্রতিষ্টায়ও অনুরূপভাবে ১৯৫২ সালে বাঙ্গালী জাতি জেগে উঠেছিল।ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর সক্রিয় অংশগ্রহন ও অবদান ছিল।তিনি বলেন,প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিনয়ত আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান বাড়াতে অবদান রাখছেন।’
তিনি আজ বুধবার(২১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় মাধবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালন উপলক্ষে  উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সালের সভাপতিত্বে এ অনুষ্টানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন,সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব,প্রাণী সস্পদ কর্মকর্তা ডঃ আব্দুস সাত্তার বেগ, ওসি (তদন্ত) মোঃ আতিকুর রহমান বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন,কাউসার আহমেদ,সাংবাদিক সাব্বির হাসান,আজিজুর রহমান জয়,জালাল উদ্দিন লস্কর, মিজানুর রহমান প্রমুখ।পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর