শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

কিশোরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।

লুতফুল আজম,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি। / ১৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা,শ্রদ্ধাঞ্জলি ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।দিবসটি উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজার সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অন্যানের মধ্যে আরোও বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান,উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, কৃষি অফিসার লোকমান হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ,থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত (ওসি) পলাশ চন্দ্র মন্ডল ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি প্রমূখ।

আলোচনা সভা শেষে সংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার ২০ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠান,বিভিন্ন সাংস্কৃতিক  সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর