মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় নিষিদ্ধ ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক।

মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধি / ১৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিষিদ্ধ ভারতীয় মদসহ উগ্যজাই মারমা (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) দিবাগত রাতে মাটিরাঙ্গা পৌরসভার মাষ্টার পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,অবৈধ পথে আসা ভারতীয় মদ মাস্টার পাড়া এলাকায় বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণধরের নির্দেশনায় মধ্যে রাতে উপ-পরিদর্শক মোঃ মাসুদ রানা পাটোয়ারী ও সহকারী উপ-পরিদর্শক মোঃ কামরুল আরেফিন চৌধুরীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার মাস্টার পাড়া এলাকার সোনালী চাকমার বসত বাড়ি থেকে ২৪ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ উগ্যজাই মারমা নামের মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী উগ্যজাই মারমা মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড মাস্টার পাড়া এলাকার আরে মারমার ছেলে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণধর  ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান আটককৃতের মাদক ব্যবসায়ীর না‌মে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আই‌নে মামলা রুজু করা হচ্ছে। মা‌টিরাঙ্গা এলাকায় যে কোন ধর‌ণের অপরাধ নিয়ন্ত্রনে পু‌লিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর